সাফীর একাডেমিতে সৌদি শায়খের প্যারেন্টিং সেমিনার
১লা নভেম্বর ২০২২ সাফীরস্থ সানোয়ারা সাফা জামে মসজিদে আয়োজিত হয়েছে প্যারেন্টিং সেমিনার। উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (সা.) ড. বাশীর আল শায়খী। তিনি বলেন, আমরা টাকা-পয়সা, স্বর্ণ অলংকারকে মূল্যবান মনে করে কত যত্ন কত পাহারাদার বসাই আসলে সবচাইতে দামী সম্পদ হচ্ছে আমাদের সন্তানগুলো। আমাদেরকে সন্তানদেরকে বেশি যত্ন নিতে হবে। এরাই সবচেয়ে দামী। এদেরকে ঠিকমতো লালন-পালন করে মানুষ করতে পারলে দেশ ও জাতির উন্নয়ন হবে।
\r\nউক্ত অনুষ্ঠানে সাফীরের অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা যোগদান করেন।